৬ কালিমা 6 kalima in bangla 1.0.0

Lisans: Ücret -siz ‎Dosya boyutu: 4.19 MB
‎Kullanıcı Derecelendirmesi: 0.0/5 - ‎0 ‎Oy

৬ কালেমা / ছয় কালেমা kalima bangla (আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ ) অ্যাপটি একটি বাংলা ইসলামিক অ্যাপ। "কালিমা" / "কালেমা" শব্দটি আরবি যার অর্থ হল বাক্য। আমরা কালিমা / কালেমা বলতে এমনকিছু বুঝি যা দ্বারা ইসলামের সাক ্ষ্য দেওয়া হয়। একজন মানুষ ইসলামের গণ্ডির ভিতর প্রবেশ করে কালিমা তে উপস্থাপিত শব্দগুলো উচ্চারণের মাধ্যমে।

আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত।

(১) এই কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ। (২) নামাজ প্রতিষ্ঠা করা। (৩) জাকাত প্রদান করা। (৪) কা'বা গৃহের হজ্জ করা। (৫) রমযান মাসে রোযা পালন করা।"

[বুখারি হাদিস শরিফ ৮, মুসলিম শরীফ১৬, তিরমিজি শরিফ ২৬০৯]

উপরোল্লেখিত হাদিস এর ১ নং পয়েন্টটিই কালেমা / কা্টটিই কালেমা / কালিমা নামে পরিচিত।

আমরা সাধারণত চার কালিমা / ৪ কালেমা এর সাথে পরিচিত কারণ স্কুলে আমাদের এর বেশী শেখানো হয়না।

অনেকে ৫ কালেমা / পাঁচ কালিমা/ পাচ কালিমা জানেন। ৫ম কালিমাটি হচ্ছে কালিমায়ে রদ্দে কুফর। কিন্তু কালিমায়ে ইস্তিগফার নামে আরও একটি কালিমার সন্ধান পাওয়া যায় বিভিন্ন কিতাবে (যদিও হাদীস শরিফ এ বা কুরান শ রিফ এ শব্দগুলো এভাবে নেই) । এভাবে মোট ৬ কালেমা / ছয় কালেমা 'র সন্ধান পাওয়া যায়। আমরা এই ইসলামিক অ্যাপ এ ঈমানে মুজমাল ও ঈমানে মুফাসসাল ও যোগ করেছি।

কালিমার ফযিলত অপরিসীম। হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং সর্বোত্তম দোয়া হলো 'আল-হামদ ুলিল্লাহ'। (তিরমিজি হাদীস শরীফ, ইবনে মাজাহ হাদিস শরিফ, নাসাঈ হাদীস শরিফ, ইবনে হিব্বান)

আবু আব্দুল্লাহ ত্বারেক ইবনে আশয়্যাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ' বলল এবং আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্যকে অস্বীকার করল , তার মাল ও রক্ত হারাম হয়ে গেল ও তার (অন্তরের) হিসাব আল্লাহর দায়িত্বে।' [মুসলিম শরিফ ২৩, আহমদ ১৫৪৪৮, ২৬২৭০]

কালিমার মর্মকথা বোঝা অত্যন্ত গুরুত্বপুর্ন কেননা এটিই একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ব্যাপার। এই কালিমার দ্বারাই একজন মুসলিম ও একজন কাফিরের মধ্যে পার্থক্য করা হয়।

আমাদের অনেককেই দেখা যায় প্রচুর ইসলামি বই পড়েন , বাচ্চা হলে ইসলামিক নামের বই খোঁজেন, নবিদের কাহিনি পড়েন, ইসলামের ইতিহাস জানার চেস্টা করেন, ইসলামিক গজল বা ইসলামী সংগীত ও শোনেন কিন্তু কুরআন শরীফ পর েন না,আল কুরআন এর বাংলা জানেন না , কুরআন তেলাওয়াত করতে পারেন না ঠিকমত কারণ তারা অইভাবে কুরআন শিক্ষা করেন নি, কুরআনের তাফসির (তাফসির ইবনে কাসির ইত্যাদি) জানেন নি , কুরআনের বাংলা উচ্চারণ ও অনুবাদসহ কুর480;ণ ও অনুবাদসহ কুরআনের আয়াত কে অনুধাবন করেন নি কেননা তারা কালিমার মর্মকথাই ঠিকমত বুঝেন্নি।

কালিমার মর্মকথা বুঝার জন্য "ইলাহ" শব্দটি বোঝা সবচাইতে জরুরি কেননা প্রত্যেকটি কালিমা তেই "ইলাহ" শব্দটি রয়েছে। আর এর জন্য আরবি ভাষা শিক্ষা বই থেকে আরবি ভাষা শিক্ষা করাটাও জরুরি।

6 kalma / 6 kalema in bangla İslami bir uygulamadır. Kalima İslam'ın temelidir. Bu nedenle size dünya çapında Bangladeşli insanlar için kalima bangla veriyoruz. Bu yüzden çoğumuz 4 kalma duymak , bazı 5 kalima bangla / 5 kalema bangla bilir ve bazı bangla 6 kalma hakkında bilir. Bu yüzden imane muffassal ve imane mujmal ile birlikte tek bir uygulamada tüm kalema acumulate.

Biz bangla 6 kalma sözlerini anlamak zorunda aksi takdirde günlük hayatımızda kalima özü uygulamak mümkün olmayacaktır.

Birçoğumuz bangla, hadis shorif / bangla hadis veya el Kur'an bangla tercüme ile İslami kitap okumak ama biz derinden bangla beş kalima anlamadı çünkü İslam'ın güzelliğini anlamak için başarısız oldu. Bunu uygulamak ve ezberden okumanın meyvelerini almak için kalma sözlerini hissetmeliyiz.

Öncelikle şahadah okuduktan sonra el-Kur'an-ı Kerim'i en az 25 küçük sûre marakla bangla tercümesi ile öğrenmeliyiz. Herhangi bir İslami kitap dükkanı Bengali kur'an-ı Kerim, tafsir ibn kathir bangla bulacaksınız. O zaman namaz shikkha'ya konsantre olmalıyız. Çünkü Iman, Iman Withou Amal değil. Allah bize iyi işler yapma ve kötülükleri kısıtlama gücü versin.

অ্যাপি #2482 #2434;ি&;কঃ https://play.google.com/store/apps/details?id=com.banglaapps.kalimaBangla

sürüm geçmişi

  • Sürüm 1.0.0 tarihinde gönderildi 2016-08-03

Program Detayları